রংপুর জেল
রংপুর বিভাগের কারা পরিচিতি
Welcome to 7. Rangpur Division
কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয়, রংপুর বিভাগের তথ্যঃ
উপমহাদেশে ইংরেজরা নীলের চাষ শুরু করে এই অঞ্চলের মাটি উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীলের চাষ হতো । সেই নীলকে স্থানীয় লোকজন রঙ্গ নামেই জানতো। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর, তা থেকে আজকের এই রংপুর। বাংলাদেশের সর্ব উত্তরের জনপদ রংপুর। তিস্তা, ঘাঘট, করতোয়া, যমুনাশ্বরী, ব্রহ্মপুত্র, যমুনা, মহানন্দা, ডাহুক, কুলিক, তালমা, নাগর, পাথরী, শ্যামাসুন্দরী, ছাকুনী, ত্রিমোহনী ও বাঙ্গালী - এ সকল নদীর অববাহিকায় অবস্থিত এই রংপুর। এখানকার বেশীর ভাগ মানুষ খুবই সহজ-সরল প্রকৃতির এবং কৃষি কাজের উপর নির্ভরশীল। এখানকার মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্য েরংপুর সহ ০৮ টি জেলার অধীনে মোট ৫৮ টি উপজেলা নিয়ে ২৫ জানুয়ারী ২০১০ সালে বাংলাদেশের সর্বশেষ ৭ম বিভাগ হিসেবে রংপুর বিভাগ গঠিত হয়।
রংপুর বিভাগের আয়তন ১৬,১৮৪.৯৯ বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা ১,৬৭,৮৭,৭৫৮ জন। কথায় আছেঃ পাপ কে ঘৃণা কর, পাপীকে নয়। তাই সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ উপহার দিতে “রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ” এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে অপরাধীকে সংশোধন করে প্রকৃত মানুষ হিসেবে সমাজে পুনর্বাসনের জন্য বাংলাদেশ কারা বিভাগের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ০১টি কেন্দ্রীয় কারাগার ও ০৭ টি জেলা কারাগার নিয়ে গত ০৫-২-২০১৩ খ্রিঃ তারিখে কারা উপ-মহাপরিদর্শকের পদায়নের মাধ্যমে নবসৃষ্ট রংপুর বিভাগীয় সদর দপ্তরের কার্যক্রম শুরু হয়।
অত্র বিভাগে মোট ০৮ (আট) টি কারাগার অন্তর্ভুক্ত, যথাঃ
রংপুর
দিনাজপুর
গাইবান্ধা
নীলফামারী
লালমনিরহাট
কুড়িগ্রাম
ঠাকুরগাঁও
পঞ্চগড়।
তন্মধ্যে ০১ (এক) টি কেন্দ্রীয় কারাগার এবং অবশিষ্ট ০৭ (সাত) টি জেলা কারাগার।
জনবল
অত্র কার্যালয়ের অনুমোদিত জনবল মোট ০৬ (ছয়) জন।
১. কারা উপ-মহাপরিদর্শক----------------------------১ জন।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর--------১ জন।
৩. অফিস সহকারী তথা কম্পিউটার অপারেটর------------১ জন
৪. গাড়ী চালক-----------------------------------------১ জন।
২. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর--------১ জন।
৩. অফিস সহকারী তথা কম্পিউটার অপারেটর------------১ জন
৪. গাড়ী চালক-----------------------------------------১ জন।
৫. এম, এল, এস, এস--------------------------------১ জন।
৬. পরিচ্ছন্ন কর্মী--------------------------------------১ জন।
৬. পরিচ্ছন্ন কর্মী--------------------------------------১ জন।
তন্মধ্যে অফিস সহকারী তথা কম্পিউটার অপারেটর, গাড়ী চালক, এম, এল, এস, এস ও পরিচ্ছন্ন কর্মী = মোট ০৪ টি পদ বর্তমানে শূন্য রয়েছে। এছাড়া ০১ জন হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের অনুকূলে ও ০১ জন অফিস সহকারী কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয়, রাজশাহী বিভাগ, সদর দপ্তর রাজশাহী এর অনুকূলে প্রেষণে কর্মরত আছেন।
বন্দী ধারণ ক্ষমতাঃ
অত্র বিভাগের মোট বন্দী ধারণ ক্ষমতাঃ
পুরুষ বন্দি = ৪,২৫৩ জন
মহিলা বন্দি = ১৯৪ জন।
--------------------------------
মোট বন্দি = ৪,৪৪৭ জন।
কারারক্ষির সংখ্যা
অত্র বিভাগে মোট পুরুষ কারারক্ষির সংখ্যা ৫১১ জন।
মহিলা কারারক্ষির সংখ্যা ৪৩ জন।
সর্বমোট ৫৫৪ জন।
অত্র বিভাগস্থ কারাগার সমূহের জমির পরিমাণ
১. রংপুর কেন্দ্রীয় কারাগারের মোট ভূমির পরিমান ২৫.৩৭ একর। তন্মধ্যে ভিতরে ৬.৬৪ একর ও বাইরে ১৮.৭৩ একর।
২. দিনাজপুর জেলা কারাগারের মোট ভূমির পরিমান ২৮.৪৪ একর। তন্মধ্যে ভিতরে ৯.৫২ একর ও বাইরে ১৮.৯২ একর।
৩. গাইবান্ধা জেলা কারাগারের মোট ভূমির পরিমান ০৬.০০ একর। তন্মধ্যে ভিতরে ০৪.০০ একর ও বাইরে ০২.০০ একর।
৪. নীলফামারী জেলা কারাগারের মোট ভূমির পরিমান ৭.৫০ একর। তন্মধ্যে ভিতরে ৪.০০ একর ও বাইরে ৩.৫০ একর ।
৫. লালমনিরহাট জেলা কারাগারের মোট ভূমির পরিমান ০৮.২৮ একর। তন্মধ্যে ভিতরে ০৩.৭৫ একর ও বাইরে ০৩.০৩ একর এবং অধিগ্রহণের জন্য প্রস্তাবিত ১.৫ একর ।
৬. কুড়িগ্রাম জেলা কারাগারের মোট ভূমির পরিমান ১৬.৭৪ একর। তন্মধ্যে ভিতরে ৩.৮৬ একর ও বাইরে ১২.৮৮ একর।
৭. ঠাকুরগাঁও জেলা কারাগারের মোট ভূমির পরিমান ০২.৮৩ একর। তন্মধ্যে ভিতরে ০.৮২ একর ও বাইরে ০২. ০১ একর।
৮. পঞ্চগড় জেলা কারাগারের মোট ভূমির পরিমান ০৯.৮০ একর। তন্মধ্যে ভিতরে ০৬.০০ একর ও বাইরে ০৩.৮০ একর।
Comments
Post a Comment