খুলনা জেল

খুলনা বিভাগের কারা পরিচিতি

http://www.bbarta24.net/assets/images/news_images/2015/10/18/khulna-jail_3530.jpg 

খুলনা বিভাগের কারা পরিচিতি

 


profile-pic
জনাব টিপু সুলতান Designation: উপ-মহাপরিদর্শক
Joining Date: 2014-10-02

Welcome to 10. Khulna Division


কারা উপ-মহাপরিদর্শকের নামঃ জনাব টিপু সুলতান  
  • যোগদানের তারিখঃ ০২ অক্টোবর ২০১৪ খ্রিঃ
  • নিজ জেলাঃ গোপালগঞ্জ
সংক্ষিপ্ত জীবন বৃত্তান্তঃ

জনাব টিপু সুলতান কারা বিভাগের জেল সুপার পদে বিগত ২০.০৬.২০০২ খ্রিঃ তারিখে কর্মে যোগদান করেন। তিনি বিগত ১১.০৫.২০০৯ খ্রিঃ তারিখে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে বিগত ০২.১০.২০১৪ খ্রিঃ তারিখে কারা উপ-মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করে বর্তমানে খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক পদে কর্মরত আছেন।
জনাব টিপু সুলতান ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে Masters of Statistics বিষয়ে কৃতিত্তের সহিত ১ম শ্রেণী অর্জন করেন। তার এই সুদীর্ঘ চাকুরী জীবনে দেশে ও বিদেশে অনেক প্রশিক্ষণ গ্রহন করেছেন। তম্মধ্যে দেশের বাইরে Study Visit-U.S.A এবং Transforming Criminal Justice: From joined-up Justice to multi agency approaches-U.K প্রশিক্ষণ দুটি উল্লেখযোগ্য।

খুলনা বিভাগে ০১ টি কেন্দ্রীয় কারাগার ও ০৯ টি জেলা কারাগার রয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারের ক্যাম্পাসের মধ্যেই এ বিভাগের সদর দপ্তর অর্থাৎ কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয়ের অবস্থান। খুলনা বিভাগের সদর দপ্তর খুলনা জেলাতেই অবস্থিত হওয়ার কথা থাকলেও খুলনা জেলায় কেন্দ্রীয় কারাগার না থাকায় যশোর কেন্দ্রীয় কারাগারের ক্যাম্পাসেই বিভাগীয় সদর দপ্তরটি স্থাপিত হয়।

Comments

Popular posts from this blog

কারা প্রশিক্ষণ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাসঃ

কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত তথ্য