কারা প্রশিক্ষণ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাসঃ
কারা প্রশিক্ষণ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাসঃ Kara Academy, Rajshahi 1 Welcome to 4. Kara Academy, Rajshahi কারা প্রশিক্ষণ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাসঃ “রাখিব নিরাপদ দেখাব আলোর পথ”- এ মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে হযরত শাহ মখদুম (রহঃ) এর স্মৃতি বিজড়িত পদ্মা নদীর উত্তর তীরে রাজশাহী কেন্দ্রিয় কারাগার এলাকায় ১৯৯৫ সালে কারা প্রশিক্ষণ একাডেমি, রাজশাহীর পথযাত্রা শুরু। প্রতিষ্ঠার লগ্ন হতে অদ্যাবধি জেল সুপারদের ৬ মাস মেয়াদী ৬টি, ডেপুটি জেলাদের ৩ মাস মেয়াদী ১০ টি িএবং কারারক্ষি ও মহিলা কারারক্ষিদের ৩ মাস মেয়াদী ৩৭ টি ব্যাচে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কারা অধিদপ্তরের অধীনে কার প্রশিক্ষ একাডেমি, রাজশাহীর কমান্ড্যান্ট ও সার্বিক সমন্বয়কের ভুমিকায় আছেন ডি.আই.জি প্রিজন্স, রাজশাহী বিভাগ. সহযোগিতায় দায়িত্বে আছেন সিনিয়র জেল সুপার, রাজশাহী কেন্দ্রিয় কারাগার, কোর্স কো- অর্ডিনেটর ও প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন একজন ডেপুটি জেলার। এ ছাড়াও একজন ...
Comments
Post a Comment