রাজশাহী জেল

রাজশাহী বিভাগের কারা পরিচিতি


রাজশাহী বিভাগের কারা পরিচিতি

profile-pic
জনাব বজলুর রশীদ Designation: উপ-মহাপরিদর্শক
Joining Date: 2013-08-16

Welcome to 6. Rajshahi Division

রাজশাহী বিভাগের কারা পরিচিতি


রাজশাহী কারা বিভাগ শৃঙ্খলা ও বন্দি সংশোধন মূলক কর্মকান্ডের জন্য সব সময়ই প্রশংসিত। এ বিভাগের সবচেয়ে পুরাতন কারাগার হচ্ছে রাজশাহী কারাগার। ১৮৯৪ সালে প্রণীত “ দি প্রিজন্স এ্যাক্ট ” এবং ১৮৬৪ সালে প্রণীত জেল কোড মোতাবেক কারা প্রশাসন পরিচালিত হয়।
১৯৫৭ সালে কারা উপ-মহাপরিদর্শক, রাজশাহী পদটি সৃজন করা হয়। ১৯৫৭ সালের ডিসেম্বর মাস হতে কারা উপ-মহা পরিদর্শক, রাজশাহী বিভাগ, সদর দপ্তর, রাজশাহীর যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে সিনিয়র তত্ত্বাবধায়কের পথ সৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত ডি.আই.জি প্রিজন্স রাজশাহী, কেন্দ্রীয়  কারাগারের প্রশাসনিক প্রধান এবং একই সাথে রাজশাহী  বিভাগের অন্যান্য জেলা  কারাগারের  প্রশাসনিক  প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৭ সালে সিনিয়র জেল সুপার পদটি সৃষ্টি হলে ডি.আই.জি প্রিজন্স রাজশাহী বিভাগের প্রশাসনিক প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ১৯৫৭ সাল হতে অদ্যাবধি পর্যন্ত রাজশাহী বিভাগে মোট ৩১ জন, ডি.আই.জি প্রিজন্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জমিতে কারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ প্রার্থীদের বিশ্রামাগার হিসেবে নির্মিত ভবনের ২য় তলায় কারা উপ-মহাপরিদর্শক এর দপ্তরটির অবস্থান। অত্র দপ্তরে কক্ষের সংখ্যা ৪ টি । ১টি  ডি.আই.জি  প্রিজন্স এর দপ্তর কক্ষ, ১ টি ডেপুটি জেলার (প্রেষণে সংযুক্ত) এর দপ্তর কক্ষ এবং অন্য ২টি সাধারণ কর্মচারীদের দাপ্তরিক কাজে ব্যবহৃত হয়।

রাজশাহী বিভাগের কারাগার সমূহঃ


কেন্দ্রীয় কারাগার = ০১ টি, জেলা কারাগার = ০৭ টি, সর্বমোট = ০৮ টি।
কেন্দ্রীয় কারাগার  = ০১ টি
জেলা কারাগার    = ০৭ টি
-----------------------------
মোট কারাগার     = ০৮ টি

কেন্দ্রীয় কারাগারঃ


১। রাজশাহী কেন্দ্রীয় কারাগার

জেলা কারাগার সমূহঃ


১। বগুড়া জেলা কারাগার ।
২। পাবনা জেলা কারাগার ।
৩। নওগাঁ জেলা কারাগার ।
    ৪। সিরাজগঞ্জ জেলা কারাগার।
৫। নাটোর জেলা কারাগার।
   ৬। চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার।
৭। জয়পুরহাট জেলা কারাগার।

বিভাগীয় সদর দপ্তর, রাজশাহীতে কর্মরত কর্মকর্তা ও  কর্মচারীদের বিবরণীঃ


ক্রমিক পদের নাম মঞ্জুরীকৃত পদ বর্তমানে কর্মরত শূন‍্য পদ অন‍্যত্র প্রেষণে মন্তব‍্য
কারা উপ-মহাপরিদর্শক - -
ডেপুটি জেলার - - - রাজশাহী কেন্দ্রীয় কারাগার হতে অত্র দপ্তরে প্রেষণে কর্মরত
উচ্চমান সহকারী - - -
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - - -
অফিস সহকারী - - অত্র দপ্তর হতে রংপুর বিভাগীয় দপ্তরে প্রেষণে কর্মরত
কারা সহকারী তথা কম্পিউটার মুদ্রাক্ষরিক - - - রাজশাহী কেন্দ্রীয় কারাগার হতে অত্র দপ্তরে প্রেষণে কর্মরত
কারারক্ষি - - - রাজশাহী কেন্দ্রীয় কারাগার হতে অত্র দপ্তরে প্রেষণে কর্মরত
গাড়ি চালক - - -
অফিস সহায়ক - - -
১০ পরিচ্ছন্নতা কর্মী - - -


রাজশাহী বিভাগের অধীক্ষেত্রাধীন কারাগার সমূহে বন্দী ধারণ ক্ষমতাঃ



রাজশাহী বিভাগের অধীক্ষেত্রাধীন কারাগার সমূহে মোট জমির পরিমাণঃ


Comments

Popular posts from this blog

কারা প্রশিক্ষণ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাসঃ

কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত তথ্য