চট্টগ্রাম জেল

চট্টগ্রাম বিভাগের কারা পরিচিতি


চট্টগ্রাম বিভাগের কারা পরিচিতি

profile-pic
জনাব অসীম কান্ত পাল Designation: উপ-মহাপরিদর্শক
Joining Date: 2011-01-01

Welcome to 8. Chittagong Division

কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়, চট্টগ্রাম বিভাগের তথ্যঃ

চট্টগ্রাম জেলার কোতয়ালী থানাধীন ঐতিহ্যবাহী লাল দীঘির পূর্ব পার্শ্বে কেন্দ্রীয় কারাগার সংলগ্ন স্থানে চট্টগ্রাম বিভাগীয় কারা উপ মহাপরিদর্শকের কার্যালয় অবস্থিত। কারা উপ মহাপরিদর্শকের কার্যালয়টি গত ০১.১১.২০১২ খ্রিঃ তারিখ কুমিল্লা হতে চট্টগ্রামে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করে।

অত্র বিভাগে মোট ১১ (এগার) টি কারাগার অর্ন্তভুক্ত, যথাঃ
চট্টগ্রাম
কক্সবাজার
খাগড়াছড়ি
রাঙ্গামাটি
বান্দরবান
কুমিল্লা
ব্রাহ্মণবাড়িয়া
চাঁদপুর
নোয়াখালী
ফেনী
লক্ষ্মীপুর।
তন্মধ্যে চট্টগ্রাম ও কুমিল্লা ২ (দুই) টি কেন্দ্রীয় কারাগার এবং অবশিষ্ট ৯ (নয়) টি জেলা কারাগার। 

জনবল

অত্র কার্যালয়ের অনুমোদিত জনবল মোট ৭ (সাত) জন।
১. কারা উপ-মহাপরিদর্শক-------------------১ জন।
২. উচ্চমান সহকারী--------------------------১ জন।
৩. সাঁট মুদ্রাক্ষরিক---------------------------১ জন।
৪. অফিস সহকারী---------------------------১ জন।
৫. গাড়ী চালক-------------------------------১ জন।
৬. এম, এল, এস, এস----------------------১ জন।
৭. পরিচ্ছন্ন কর্মী-----------------------------১ জন।
তন্মধ্যে সাঁট মুদ্রাক্ষরিক পদটি বর্তমানে শূন্য রয়েছে।

বন্দী ধারণ ক্ষমতাঃ

অত্র বিভাগের মোট বন্দী ধারণ ক্ষমতাঃ
পুরুষ বন্দি = ৫,৭২৯ জন
মহিলা বন্দি = ২৯৫ জন।
--------------------------------
মোট বন্দি  = ৬,০২৪ জন। 

কারারক্ষির সংখ্যা

অত্র বিভাগে মোট পুরুষ কারারক্ষির সংখ্যা ১,১৬৯ জন এবং মহিলা কারারক্ষির সংখ্যা ৬৯ জন।

অত্র বিভাগস্থ কারাগার সমূহের জমির পরিমাণ


১. চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের মোট জমির পরিমাণ ১৬.৮৭ একর। তন্মধ্যে ভিতরে ১১.৫৫ এবং বাহিরে ৫.৩২ একর।
২. কক্সবাজার জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১২.৮৬ একর। তন্মধ্যে ভিতরে ৮.০৯ এবং বাহিরে ৪.৭৭ একর।
৩. খাগড়াছড়ি জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১২.৫০ একর। তন্মধ্যে ভিতরে ০.৫০ এবং বাহিরে ১২ একর।
৪. রাঙ্গামাটি জেলা কারাগারের মোট জমির পরিমাণ ২.৭৬ একর। তন্মধ্যে ভিতরে ০.৬৪ এবং বাহিরে ২.১২ একর।
৫. বান্দরবান জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৭.০০ একর। তন্মধ্যে ভিতরে ২.৫০ এবং বাহিরে ৪.৫০ একর।
৬. কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মোট জমির পরিমাণ ৬৮ একর। তন্মধ্যে ভিতরে ৩৬ এবং বাহিরে ৩২ একর।
৭. ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১৭ একর। তন্মধ্যে ভিতরে ৮ এবং বাহিরে ৯ একর।
৮. চাঁদপুর জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৯.৫০ একর। তন্মধ্যে ভিতরে ৮ এবং বাহিরে ১.৫০ একর।
৯. নোয়াখালী জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৩৬ একর। তন্মধ্যে ভিতরে ৮.৫০ এবং বাহিরে ২৭.৫০ একর।
১০. ফেনী জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১.৫০ একর। তন্মধ্যে ভিতরে ০.৭৫ এবং বাহিরে ০.৭৫ একর।
১১. লক্ষ্মীপুর জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৬.০০ একর। তন্মধ্যে ভিতরে ৩.৭৫ এবং বাহিরে ২.২৫ একর।
ফেনী জেলা কারাগার মাত্র ১.৫০ একর জমিতে ১৯১৫ সালে স্থাপিত হয়। বন্দি আধিক্য ও স্থান সংকুলান জনিত কারণে কারাগারটি বর্তমানে ফেনী-ছাগলনাইয়া সড়কের সদর থানাধীন মালীপুর ও সোনাপুর মৌজায় ২০০৫-২০০৬ অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হয়। নির্মাণ কাজ সম্পন্ন হলে কারাভ্যন্তরে জমির পরিমাণ ৩.৫০ একর এবং বাহিরে ৪.০০ একর সহ মোট আয়তন ৭.৫০ একর হবে।

 

Comments

Popular posts from this blog

কারা প্রশিক্ষণ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাসঃ

কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত তথ্য