সিলেট জেল
সিলেট বিভাগের কারা পরিচিতি
Welcome to 9. Sylhet Division
কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয়, সিলেট বিভাগের তথ্যঃ
সিলেট বিভাগীয় দপ্তরটি সিলেট কেন্দ্রীয় কারাগারের সম্মুখে বন্দর বাজারস্থ জেল রোডে অবস্থিত। উক্ত কারা-উপমহাপরিদর্শকের কার্যালয়টি চট্টগ্রাম ও সিলেট বিভাগ, সদর দপ্তর, চট্টগ্রাম হতে পৃথক হয়ে গত ২৫.০৭.২০১৩খ্রিঃ তারিখ হতে সিলেট বিভাগের কার্যক্রম শুরু হয়।
অত্র বিভাগে মোট ০৪ (চার) টি কারাগার অর্ন্তভুক্ত, যথাঃ
সিলেট
মৌলভীবাজার
হবিগঞ্জ
সুনামগঞ্জ।
তন্মধ্যে ০১ টি (সিলেট) কেন্দ্রীয় কারাগার এবং অবশিষ্ট ৩ (তিন) টি জেলা কারাগার।
জনবল
অত্র কার্যালয়ের অনুমোদিত জনবল মোট ৬ (ছয়) জন।
১. কারা উপ-মহাপরিদর্শক-------------------১ জন।
২. সাঁট মুদ্রাক্ষরিক---------------------------১ জন।
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী-১ জন।
৪. গাড়ী চালক-------------------------------১ জন।
৫. অফিস সহায়ক------------------------১ জন।
৬. পরিচ্ছন্নতা কর্মী----------------------------১ জন।
২. সাঁট মুদ্রাক্ষরিক---------------------------১ জন।
৩. কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী-১ জন।
৪. গাড়ী চালক-------------------------------১ জন।
৫. অফিস সহায়ক------------------------১ জন।
৬. পরিচ্ছন্নতা কর্মী----------------------------১ জন।
তন্মধ্যে কারা উপ-মহাপরিদর্শক ও গাড়ী চালক এর পদ ছাড়া অবশিষ্ট পদগুলো বর্তমানে শূন্য রয়েছে, যা প্রেষণে পদায়নকৃত জনবল দ্বারা পরিচালিত হচ্ছে।
বন্দী ধারণ ক্ষমতাঃ
অত্র বিভাগের মোট বন্দী ধারণ ক্ষমতাঃ
পুরুষ বন্দি = ২,৩৪৬ জন
মহিলা বন্দি = ১১৫ জন।
--------------------------------
সর্বমোট = ২,৪৬১ জন।
কারারক্ষির সংখ্যা
অত্র বিভাগে মোট পুরুষ কারারক্ষির সংখ্যা ৪২০ জন, মহিলা কারারক্ষির সংখ্যা ৩৪ জন এবং প্রধান কারারক্ষির সংখ্যা ২৬ জন।
অত্র বিভাগস্থ কারাগার সমূহের জমির পরিমাণ
১. সিলেট কেন্দ্রীয় কারাগারের মোট জমির পরিমাণ ২৪.৭৬একর। তন্মধ্যে ভিতরে ১০.৫০ একর এবং বাহিরে ১৪.২৬একর।
২. মৌলভীবাজার জেলা কারাগারের মোট জমির পরিমাণ ০৭.৬৬ একর। তন্মধ্যে ভিতরে ৩.০৮ একর এবং বাহিরে ৪.৫৮ একর।
৩. হবিগঞ্জ জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১৫.০০ একর। তন্মধ্যে ভিতরে ৭.৭৫ একর এবং বাহিরে ৭.২৫ একর।
৪. সুনামগঞ্জ জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১০.৫০ একর। তন্মধ্যে ভিতরে ৬.৬৭ একর এবং বাহিরে৩.৮৩ একর।
২. মৌলভীবাজার জেলা কারাগারের মোট জমির পরিমাণ ০৭.৬৬ একর। তন্মধ্যে ভিতরে ৩.০৮ একর এবং বাহিরে ৪.৫৮ একর।
৩. হবিগঞ্জ জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১৫.০০ একর। তন্মধ্যে ভিতরে ৭.৭৫ একর এবং বাহিরে ৭.২৫ একর।
৪. সুনামগঞ্জ জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১০.৫০ একর। তন্মধ্যে ভিতরে ৬.৬৭ একর এবং বাহিরে৩.৮৩ একর।
Comments
Post a Comment