বরিশাল জেল

বরিশাল বিভাগের কারা পরিচিতি


বরিশাল বিভাগের কারা পরিচিতি

profile-pic
জনাব মোঃ আলতাব হোসেন Designation: উপ-মহাপরিদর্শক
Joining Date: 2013-03-07

Welcome to 11. Barisal Division


কারা উপ-মহাপরিদর্শকের কার্যালয়, বরিশাল বিভাগের তথ্য

গত ২৬/১১/২০১৩ খ্রিঃ তারিখ হতে নবসৃষ্ট বরিশাল বিভাগীয় দপ্তরের কার্যক্রম শুরু হয়। অত্র দপ্তরের নিজস্ব কোন দপ্তর ভবন নেই। বরিশাল কেন্দ্রীয় কারাগারের তিন তলা বিশিষ্ট একটি কারারক্ষী ব্যারাক ভবনের নীচতলায় অস্থায়ীভাবে এর দাপ্তরিক কার্যক্রম চলছে। নবসৃষ্ট এ বিভাগের নিজস্ব ভবন নির্মাণের জন্য বরিশাল শহরের কাশিপুরে (বরিশাল কেন্দ্রীয় কারাগারের নিজস্ব সম্পত্তি) জমি নির্বাচন করা হয়েছে এবং নির্মাণ প্রকল্প গ্রহণের কাজ প্রক্রিয়াধীন।
অত্র বিভাগে মোট ০৬ (ছয়) টি কারাগার অন্তর্ভুক্ত, যথাঃ
বরিশাল
বরগুনা
পটুয়াখালী
পিরোজপুর
ঝালকাঠি
ভোলা।
তন্মধ্যে ০১ (এক) টি কেন্দ্রীয় কারাগার - বরিশাল কেন্দ্রীয় কারাগার এবং অবশিষ্ট ০৫ (পাঁচ) টি জেলা কারাগার। 

জনবল

অত্র কার্যালয়ের অনুমোদিত জনবল মোট ০৬ (ছয়) জন।
১. কারা উপ-মহাপরিদর্শক-------------------১ জন।
2. সাঁট মুদ্রাক্ষরিক---------------------------১ জন।
3. অফিস সহকারী---------------------------১ জন।
4. গাড়ী চালক-------------------------------১ জন।
5. এম, এল, এস, এস----------------------১ জন।
6. পরিচ্ছন্ন কর্মী-----------------------------১ জন।
তন্মধ্যে অফিস সহকারী পদটি বর্তমানে শূন্য রয়েছে।

বন্দী ধারণ ক্ষমতাঃ

অত্র বিভাগের মোট বন্দী ধারণ ক্ষমতাঃ
পুরুষ বন্দি = ১২৯৯ জন
মহিলা বন্দি = ১৬৪ জন।
--------------------------------
মোট বন্দি  = ২৯৭৯ জন। 
কারারক্ষির সংখ্যাঃ
অত্র বিভাগে মোট পুরুষ কারারক্ষির সংখ্যা ৪২২ জন এবং মহিলা কারারক্ষির সংখ্যা ৩৪ জন।

অত্র বিভাগস্থ কারাগার সমূহের জমির পরিমাণ

১. বরিশাল কেন্দ্রীয় কারাগারের মোট জমির পরিমাণ ২০.৩০ একর। তন্মধ্যে ভিতরে ০৯.৬০ এবং বাহিরে ৬.৪০ একর (৪.৩০ একর কাউনিয়া/কাশিপুরস্থ কৃষি জমি, পুকুর ও ডোবা)।
২. বরগুনা জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৪.০০ একর। তন্মধ্যে ভিতরে ১.৯৭ এবং বাহিরে ২.০৩ একর।
৩. পটুয়াখালী জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১৫.২৫ একর। তন্মধ্যে ভিতরে ৮.২৫ একর এবং বাহিরে ৭.০০ একর।
৪. পিরোজপুর জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১.১২ একর। তন্মধ্যে ভিতরে ০.৪৯ একর এবং বাহিরে ০.৬৩ একর।
৫. ঝালকাঠি জেলা কারাগারের মোট জমির পরিমাণ ১০.০৭ একর। তন্মধ্যে ভিতরে ২.০৮৩ একর এবং বাহিরে ৭.৯৮৭ একর।
৬. ভোলা জেলা কারাগারের মোট জমির পরিমাণ ৭.৯৭ একর। তন্মধ্যে ভিতরে ৬.০০ এবং বাহিরে ১.৯৭ একর।

 

Comments

Popular posts from this blog

কারা প্রশিক্ষণ একাডেমির সংক্ষিপ্ত ইতিহাসঃ

কারা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সংক্ষিপ্ত তথ্য